নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৭:২৭ পিএম
নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৭:২৭ পিএম
পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে সারা দেশের সকল জেলার পারফরম্যান্স মূল্যায়নে অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে সারাদেশের মধ্যে খ গ্রুপে নোয়াখালী জেলা পুলিশ প্রথম স্থান এবং ‘অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান’ ক্যাটাগরিতে খ গ্রুপে সারাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে।
জেলা পুলিশের পক্ষে এ সাফল্য স্মারক গ্রহণ করেছেন এসপি মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম।
জানা যায়, গত ১ ডিসেম্বর ২০২২ সাল থেকে ১০ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ ও মামলার রহস্য উদ্ঘাটন করায় বিভিন্ন ক্যাটাগরিতে সারাদেশের ৩৬৫ জনকে পদক প্রদান করা হয়।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাসহ সারা বছর অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে সারাদেশের মধ্যে খ গ্রুপে নোয়াখালী জেলা পুলিশ প্রথম স্থান এবং ‘অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান’ক্যাটাগরিতে খ গ্রুপে সারাদেশের মধ্যে ৩য় স্থান অধিকারের গৌরব অর্জন করে নোয়াখালী জেলা পুলিশ।
পুলিশ সুপারের নেতৃত্বে নোয়াখালী জেলা পুলিশ এই গৌরব অর্জনে সক্ষম হয়েছে বলে জানা যায়। পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম এ পুরস্কার গ্রহণ করে প্রতিজন পুলিশ সদস্য এবং নোয়াখালীর নাগরিকদেরকে উৎসর্গ করেছেন।
ইএইচ