Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নড়াইলে মাদরাসার ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৮:১৩ পিএম


নড়াইলে মাদরাসার ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা নুরানী মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় আমাদা নুরানী মাদরাসার ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় মাদরাসার সভাপতি সর্দার রইচ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও শেখ মহাসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আ. হান্নান রুনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বি. এম. কামাল হোসেন, লক্ষীপাশা ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম নুর মোহাম্মদ, পৌর মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সিনিয়র সাংবাদিক শিমুল হাসান, সাংবাদিক কাজী ইমরান প্রমুখ।

আলোচনা সভা শেষে অত্র মাদরাসার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!