Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাটগ্রামে বিনামূল্য দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৮:১৮ পিএম


পাটগ্রামে বিনামূল্য দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও বিভিন্ন কোর্স এবং কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পাটগ্রাম উপজেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু উপস্থিত থেকে বক্তব্য দেন।  

উন্নত ও স্মার্ট পাটগ্রাম গড়ার লক্ষ্যে আত্মকর্মসংস্থান ও দক্ষ জনগোষ্ঠী তৈরির জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে দুইমাস ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

ইএইচ

Link copied!