Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৮:২৩ পিএম


নেত্রকোণায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

নেত্রকোণার দুর্গাপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

গ্রেপ্তার মাদককারবারি উপজেলার নলুয়াপাড়া গ্রামের আহাম্মদ আলির পুত্র মো. শফিকুল ইসলাম ওরফে রনি (২৮)।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বুধবার বিকালে আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুর্গাপুর থানাধীন সদর ইউনিয়নের চায়না মোড় এলাকায় একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে  অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে (এসআই) মো. শহীদুল ইসলাম মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে মো. শফিকুল ইসলাম ওরফে রনিকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করে। পরে 
আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

ইএইচ

Link copied!