Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাব রেজিস্টার নাহিদ জাহানসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৮:৪১ পিএম


সাব রেজিস্টার নাহিদ জাহানসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল

বাগেরহাটের রামপালে জাল জালিয়াতির মাধ্যমে জমি রেজিস্ট্রেশন করার অভিযোগে সাব রেজিস্টার নাহিদ জাহান মুনাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই।

ভুয়া দাতা সাজিয়ে মৃত রণজিৎ কুমার পালের জমি রেজিস্ট্রেশন করে নেওয়ার ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাগেরহাটের পিবিআই ইন্সপেক্টর আশরাফুল আলম মঙ্গলবার বাগেরহাট জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।

বাগেরহাটের পিবিআই ইন্সপেক্টর আশরাফুল আলম আদালতে প্রতিবেদন দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অ

পরদিকে মামলার বাদী বিশ্বজিৎ পালের আইনজীবী আলী আকবর ও নিমাই চন্দ্র বাগেরহাটের আদালতে পিবিআই এর প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় বাদী বিশ্বজিৎ পাল মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ইএইচ

Link copied!