Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৯:০৬ পিএম


দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

দিনাজপুরে চাঞ্চল্যকর আলী রেজা সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

বুধবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- জুবিয়ার (৩০), তনয় (২৮), নাজমুল হোসেন ওরফে স্টেপ বাবু (২৭), রিয়াল (৩০) ও রাকু (২৮)। এরমধ্যে নাজমুল হোসেন ওরফে স্টেপ বাবু পলাতক রয়েছে।

দিনাজপুর কোর্ট ইন্সপেক্টর একেএম লিয়াকত আলী বলেন, ২০০৮ সালের ৩০ আগস্ট দিনাজপুর সদর উপজেলার রামসাগর যাওয়ার পথে হাজি দিঘীর মোড়ে আলী রেজা সোহেলকে ছুড়ি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে আসামিরা। এরপর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!