Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পুলিশের সর্বোচ্চ পদক পেলেন র‍্যাবের কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৯:০৬ পিএম


পুলিশের সর্বোচ্চ পদক পেলেন র‍্যাবের কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ
ছবি: সংগ্রহীত

অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা‍‍`পেলেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

গুরুত্বপূর্ণ ক্লোলেস মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণসহ দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তাকে এই পদকে ভূষিত করা হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার ৪০০ কর্মকর্তা ও সদস্যকে সম্মানসূচক পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৩৫ জন পুলিশ সদস্যকে এবার ‍‍`বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেওয়া হয়।

এছাড়া ৬০ জনকে ‍‍`রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)‍‍` এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‍‍`বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা‍‍` এবং ২১০ জনকে ‍‍`রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা‍‍` দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের সেই পদক পরিয়ে দেন। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন।  

রাকিব মাহমুদ খান রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানাধীন বাহাদুরপুর এলাকার মো. আকবর আলী খান এর পুত্র,৬ ভাইয়ের মধ্যে সবার ছোট। বড় ভাই রিপন খান (ব্যাংকার), মেজ ভাই রাসেল খান, সেজ ভাই মাসুদ খান, তার ছোট শামীম খান, তার ছোট রাজিব খান এবং সবার ছোট রাকিব মাহমুদ খান।

শিক্ষাজীবনের রাকিব মাহমুদ খান গোয়ালন্দ নাজিরউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি, গোয়ালন্দ  কামরুল ইসলাম কলেজ এইচএসসি ও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে বিএসসি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) পাশ করেন এবং ১ ডিসেম্বর ২০১৪ ইং এ বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করেন। পরে তিনি র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) ৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার হিসেবে যোগদান করেন।

রাকিব মাহমুদ খান খুবই দক্ষতার সহিত র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) ৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এতে করে প্রতিনিয়ত তিনি সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটনসহ আসামি গ্রেফতার এবং মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, নারী নির্যাতন দমনে অসীম সাহসিকতার সহিত ভূমিকা পালন করেছেন।

এআরএস

Link copied!