অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৬:৫০ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৬:৫০ পিএম
যশোরের অভয়নগরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্রাকের অর্থায়নে বৃহস্পতিবার সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চলিশিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মাদ আবু রাসেল।
যশোর সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার মেসকাতুল আরিফিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যশোর ডিস্ট্রিক কোআর্ডিনেটর ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রামার মোহাম্মাদ জহুরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য, গ্রাম পুলিশ, ইমাম, সাংবাদিক, শিক্ষক প্রমুখ। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন অভয়নগর প্রোগ্রাম অর্গানাইজার বিপুল কুমার বৈরাগী।
বিদেশ ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা দুই প্রকল্পের মাধ্যমে সাইকো-সোশ্যাল কাউন্সেলিং, প্রশিক্ষণ ও সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরন সেবা প্রদান উপস্থিতির মাঝে তুলে ধরা হয়। বিদেশ ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাথে যোগাযোগ করার আহ্বান রাখা হয়।
ইএইচ