Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা কুমিল্লা জেলা পুলিশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৬:৫৫ পিএম


মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা কুমিল্লা জেলা পুলিশ

পুলিশ সপ্তাহ-২০২৪ এ সারাদেশে সেরা হওয়ার অসামান্য কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ।

চলমান পুলিশ সপ্তাহ-২০২৪ এর দ্বিতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইন্সে ২০২৩ সালে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী কুমিল্লা জেলা পুলিশকে পুরস্কার প্রদান করেন আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম ।

কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার  আব্দুল মান্নান বিপিএম (বার) ।

জেলার পুলিশ সুপারের সুদক্ষ নেতৃত্বে সারা দেশে পুলিশের সকল ইউনিটের মধ্যে মাদকদ্রব্য উদ্ধারে ১ম স্থান, অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে ১ম স্থান ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ২য় স্থান অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশের জন্যে এটি এক গৌরবময় অর্জন। কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এই মাহেন্দ্রক্ষণে জেলা পুলিশের অপরাধ শাখাসহ সকল ইউনিটের সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ইএইচ

Link copied!