Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুরে ২৬ কেজি গাঁজাসহ আটক ৪

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ১, ২০২৪, ১১:৪৬ এএম


চাঁদপুরে ২৬ কেজি গাঁজাসহ আটক ৪
ছবি: আমার সংবাদ

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯  ফেব্রুয়ারি)  রাত সাড়ে দশটার দিকে চাঁদপুর নৌ থানা পুলিশের এসআই মো. জহির উদ্দিন, এসআই মিঠুন বালা, এএসআই রিয়াজুল ইসলাম ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল চাঁদপুর সদর থানাধীন বাঁশগাড়ি খালের মুখে মেঘনা নদী থেকে একটি স্পিডবোট ও  ২৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলো, ফারুক গাজী, ইয়াসিন মাতাব্বর, ইলিয়াস হোসেন ও সাইফুল ইসলাম। আটককৃতরা সবাই বরিশাল জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মাদক নির্মূলে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

এআরএস

Link copied!