Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে বীমা দিবস পালিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ১, ২০২৪, ০৪:২৯ পিএম


বরিশালে বীমা দিবস পালিত

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে বরিশালে র‍্যালি ও আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে র‍্যালি বের হয়ে শিল্পকলা অ্যাকাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মনদীপ ঘরাই এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ উত্তোলন দাবির ৩ লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রকল্প পরিচালক মো. মাসুদ রানা মাসুদ, জীবন বীমা কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহা।

আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এভিপি মোরশেদুল আলম চেšধুরী, বরিশাল এরিয়া ইনচার্জ (জনবীমা) আবু সালেহসহ অন্যরা।

ইএইচ

Link copied!