Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত মির্জাপুরের মেহেদীর পরিবারে শোকের ছায়া

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১, ২০২৪, ০৫:৩৮ পিএম


বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত মির্জাপুরের মেহেদীর পরিবারে শোকের ছায়া

রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে মেহেদি হাসান।

পরিবার সূত্রে জানা যায়, নিহত মেহেদি হাসান ঢাকার একটি হোটেলে কাজ করতো। তার বেতনের টাকা দিয়েই আয়নাল মিয়া সংসার চালাতো। পরিবারে ধারদেনা ছিল তা পরিশোধ করেছে মেহেদি। স্বামীর বাড়িতে থাকা বোন সুমাইয়াকে ফোন করে বাড়িতে আসতে বলেছিল।

মেহেদি আগামী রোববার পাসপোর্ট করতে বাড়িতে আসতো। কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডে মারা যান। তার বাড়িতে চলছে শোকের মাতম। মা ও বোন বার বারই মূর্ছা যাচ্ছে। মেহেদি হাসানের অকাল মৃত্যু এলাকাবাসী মেনে নিতে পারছে না। ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা আয়নাল মিয়া।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মেহেদিসহ সকলের মৃত্যুতে শোক প্রকাশ করছি। প্রশাসন তার পরিবারের পাশে থাকবে এবং মেহেদির পরিবারকে সহযোগিতা করা হবে।  

ইএইচ

Link copied!