Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মার্চ ১, ২০২৪, ০৬:৫০ পিএম


জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানে জয়পুরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি এবং বেসরকারি বীমা প্রতিষ্ঠানের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জয়পুরহাট প্রেসক্লাবে সভাপতি নৃপেন্দনাথ মন্ডল, জীবন বীমা করপোরেশনের ম্যানেজার শফিকুল আলম, সাধারণ বীমা কর্পোরেশনের ম্যানেজার হারুনুর রশিদ, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির জয়পুরহাট জেনারেল ম্যানেজার এস এম শফিকুল ইসলাম, মেঘনা লাইফ ইনস্যুরেন্সের হারুন অর রশীদসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ইএইচ

Link copied!