Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শ্রীপুরে আগুনে পুড়ল কৃষকের পাঁচ ঘর ও ৯ গরু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ১, ২০২৪, ০৭:৪৬ পিএম


শ্রীপুরে আগুনে পুড়ল কৃষকের পাঁচ ঘর ও ৯ গরু

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে কৃষক রফিকুল ইসলামের বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এ সময় গোয়াল ঘরে থাকা কৃষকের কয়েকটি ৯টি গরুও আগুনে দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে গোয়ালঘরে গরু রেখে স্থানীয় বলদীঘাট বাজারে যাই। দুই ঘণ্টা পর আমার ছেলে এসে বাড়িতে আগুন লাগার কথা জানায়। দ্রুত বাড়িতে গিয়ে দেখি ঘরে আগুন জ্বলছে। স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়ালঘরে বেঁধে রাখা ৯টি গরুও আগুনে দগ্ধ হয়েছে।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, কৃষকের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে ওই কৃষকের পাঁচটি কক্ষ এবং ৯টি গরু দগ্ধ হয়েছে। আগুনে গরুগুলোর র শরীরের চামড়া পুড়ে ক্ষত হয়েছে।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর কৃষকের বাড়িতে ফায়ার সার্ভিস কর্মীরা না যাওয়ার অভিযোগ সঠিক নয়। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝ পথে গেলে ফোন দিয়ে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীদেও আসার প্রয়োজন নেই। আমরা সবসময় প্রস্তুত থাকি কোথাও কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত তাদের সহযোগিতা করতে।

ইএইচ

Link copied!