Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বেইলি রোডে আগুন: একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৪, ০৮:০৮ পিএম


বেইলি রোডে আগুন: একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত কাউসারের পরিবারের ৫ জনের জানাজা দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়া জামে মসজিদের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন-  সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দা ফাতেমা কাশফিয়া (১৮), সৈয়দা উম্মে নূর (১৩), ছেলে সৈয়দ আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।

নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন বলেন, ছেলে আব্দুল্লাহর অনুরোধে কাউসার পরিবারের চার সদস্যকে নিয়ে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে অগ্নিদগ্ধ হয়ে সৈয়দ কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হন।

ইএইচ

Link copied!