ভোলা প্রতিনিধি
মার্চ ২, ২০২৪, ০৩:৩৩ পিএম
ভোলা প্রতিনিধি
মার্চ ২, ২০২৪, ০৩:৩৩ পিএম
চলতি বছরে প্রথম ধাপের ইউপি নির্বাচনে কুইন আইল্যান্ড খ্যাত ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ২টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে সহিংসতা হতে পারে আশঙ্কা করছে স্থানীয় ভোটাররা।
সূত্রে জানা যায়, প্রার্থীদের নির্বাচনি প্রচার প্রচারণায় আচরণবিধি ভঙ্গ, একে অপরকে হুমকি ধমকি, গণসংযোগ থেকে পোস্টারিং, মাইকিং, রাত ৮টার পরে মিছিল, উঠান বৈঠক, মোটরসাইকেল শোডাউন, বহিরাগত লোকজন এনে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা, ভোটগ্রহণের দিন সহিংস ঘটনা ঘটানোর পাঁয়তারা করছে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে।
স্থানীয় ভোটার ও এলাকার বিশিষ্টজনরা বলছেন, উপজেলা নির্বাচন সংশ্লিষ্টরা যেন একরকম নির্বিকার। তাদের তেমন কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি এখনো পর্যন্ত। তাদের এমন ভূমিকায় আচরণবিধি লঙ্ঘনে প্রার্থী ও তাদের সমর্থকরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
তাদের মতে, এভাবে চলতে থাকলে নির্বাচনের দিন পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে, ভোটগ্রহণের দিন এ ৩ ওয়ার্ডে সহিংস ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।
বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসে অবহিত করেন বলেও জানান তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু জানান, আগামী ৯ মার্চ মনপুরা উপজেলার ৫নং কলাতলি ইউপি ও ১নং মনপুরা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কলাতলি ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেখানে শুধু ওয়ার্ড সদস্যদের ভোট অনুষ্ঠিত হবে।
এর মধ্যে কলাতলি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি, ১নং মনপুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি করে মোট ১৮টি ভোট কেন্দ্র রয়েছে, সহিংসতা মুক্ত, সুষ্ঠু ভোট করার বিষয়ে উপজেলা নির্বাচন অফিস কঠোর অবস্থানে রয়েছে, প্রার্থীদের আচরণ বিধি ভঙ্গ, যেকোনো ধরনের সং সুপরিচিতি এড়াতে প্রতিদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ কে সাথে নিয়ে একসাথে কাজ করছি।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম আমার সংবাদকে বলেন, স্থানীয়ভাবে অনেকেই ফোন করে কয়েকটি ওয়ার্ডে সহিংসতা হতে পারে এমন আশঙ্কার কথা উপজেলা প্রশাসনকে জানিয়েছে। কিন্তু আমরা প্রতিটি ভোট কেন্দ্রকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছি। যেসব কেন্দ্রগুলো বেশি ঝুঁকিপূর্ণ চিহ্নিত হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেসব জায়গায় কঠোর অবস্থানে থাকবেন।
ইএইচ