Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পেকুয়ায় আগুনে পুড়লো ৫ বসতবাড়ি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ২, ২০২৪, ০৬:১৬ পিএম


পেকুয়ায় আগুনে পুড়লো ৫ বসতবাড়ি

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতবাড়ি।

শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মগনামা ইউনিয়নের বেদেরবিল পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইউপি সদস্য আবুল কাসেম বলেন, সকালে বেদেরবিল পাড়া এলাকার ইমাম শরীফের মেয়ে শাহেনা বেগমের বাড়িতে আগুন লাগে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে।

মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরি বলেন, আগুন লাগার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের মধ্যে দুজন লবণ ব্যবসায়ী ছিল। তাদের নগদ টাকা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা দিয়েছি। আগুনে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!