Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেস মালিককে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০১:৪১ পিএম


মেস মালিককে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবানীপুর এলাকার মেস মালিক মাবিয়া খাতুনকে (৫৫) হত্যার অভিযোগে বিল্লাল রাঢ়ী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিল্লাল পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব নওমালা গ্রামের মিজান রাড়ির ছেলে। 

শুক্রবার রাতে বাউফল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর শনিবার গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিল্লাল ৩ মাস আগে মাবিয়া খাতুনের মেসে উঠে ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। কয়েকদিন বিল্লাল মিল খরচ না দিয়ে এবং কাজে না গিয়ে অলস সময় পার করছিলেন। বকেয়া মিল খরচ চাওয়ায় ২৯ ফেব্রুয়ারি রাতে মাবিয়া খাতুনের সঙ্গে বিল্লালের কথাকাটাকাটি হয়। 

ভোররাতে মাবিয়া খাতুন প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে গেলে বিল্লাল তার মাথায় আঘাত করেন। এসময় মাবিয়া খাতুন টয়লেটের পাশে পরে অচেতন হয়ে যান। বিল্লাল তখন মাবিয়া খাতুনের গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের বালা, কানের দুল ও নাকফুল নিয়ে ওই মেস থেকে পালিয়ে বাড়ি চলে যান। 

ভোরে মাবিয়া খাতুনকে বিছানায় না দেখে তার স্বামী গফফার মোল্লা খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে টয়লেটের পাশ থেকে মাবিয়া খাতুনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পরে গফফার মোল্লা গজারিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বাউফলের নওমালা গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিল্লালকে আটক করেন। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, গ্রেপ্তারকৃত বিল্লালের কাছ থেকে মাবিয়া খাতুনের গলার চেইন, হাতের বালা, কানের দুল ও নাকফুল উদ্ধার করা হয়েছে। 

মুন্সিগঞ্জের গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, বিল্লালকে আজ বাউফল থেকে গজারিয়া থানায় নিয়ে আসা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উদঘাটন করা হবে।

এইচআর
 

Link copied!