Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে ফেনসিডিল পাচারকালে যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৩:২২ পিএম


রাজবাড়ীতে ফেনসিডিল পাচারকালে যুবক গ্রেপ্তার

বাজারের ব্যাগে করে ফেনসিডিল ঢাকায় পাচারকালে সোহেল ফকির (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার যুবক রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের  বাবলু ফকিরের ছেলে।

রোববার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল গেইট এলাকায় বাসে তল্লাশিকা চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রাজবাড়ী পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। বাসের যাত্রী সোহেল ফকিরের কাছে একটি প্লাস্টিকের ব্যাগে আলু, চাল, পটল, টমেটো দেখা যাচ্ছিল। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় বাজার নিয়ে ঢাকায় তার বোনের বাসায় যাচ্ছেন। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!