Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কুষ্টিয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৪:১৭ পিএম


কুষ্টিয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় শহরের বাহার ডায়াগনস্টিক সেন্টার ও রয়েল ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক
নামের দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে কুষ্টিয়ার সিভিল সার্জন মো, আকুল উদ্দিনসহ ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে মাঠে নেমেছি। অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!