Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

পিপিএম পদক পেলেন শার্শা থানার ওসি মনিরুজ্জামান

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৪:৫১ পিএম


পিপিএম পদক পেলেন শার্শা থানার ওসি মনিরুজ্জামান

যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন।

শেখ মো. মনিরুজ্জামান তার পেশাগত দায়িত্ব পালনে মামলার রহস্য উদঘাটন, পুলিশি সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পিপিএম-সেবা পদকে ভূষিত হন।

পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্স গ্রাউন্ডে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তাকে পরিয়ে দেন।

যশোর জেলার শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান খুলনা জেলার রুপসা উপজেলার বাসিন্দা। তিনি পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে প্রথমে যোগদান করেন।

বিশেষ কাজের অবদানে এর আগে তিনি দু’বার আইজিপি মেডেল প্রাপ্ত হয়েছেন।

শেখ মো. মনিরুজ্জামান বলেন, সততা নিষ্ঠা কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি। আমি আমার চাকরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করে যেতে চাই।

অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক নির্দেশনা প্রদান ও সহযোগিতার জন্য যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান এর আগে ঢাকা, যশোর কোতোয়ালি, মনিরামপুর থানাসহ গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করেছেন।

ইএইচ

Link copied!