Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার: নকল সরবরাহকারীকে দুই বছরের জেল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৫:৫৫ পিএম


এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার: নকল সরবরাহকারীকে দুই বছরের জেল

টাঙ্গাইলের মির্জাপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার ও ওই পরীক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহকারীকে দুই বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রোববার উপজেলার রাজাবাড়ী কলেজ ভেন্যুতে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থী হলেন, উপজেলার রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. পারভেজ আহমেদ ও নকল সরবরাহকারী রাজাবাড়ী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে প্রাইভেট শিক্ষক শাকিল সিকদার (২৭)।

জানা যায়, পরীক্ষা চলাকালীন সময়ে ওই পরীক্ষার্থীকে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহ করছিল। এমন সময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার আব্দুল মালেক কক্ষ পরিদর্শন করে নকলের বিষয়টি দেখতে পান। পরে পরীক্ষার্থীকে কেন্দ্র সচিব বহিষ্কার করে এবং নকল সরবরাহকারীকে দুই বছরের জেল দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

ইএইচ

Link copied!