Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভোলাহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ৯ গবাদি পশু

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৬:০৮ পিএম


ভোলাহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ৯ গবাদি পশু

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরু ও ৬টি ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে।

শনিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার ময়ামারি গ্রামের আবু সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভোলাহাট ফায়ার সার্ভিস জানায়, মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ঘরের মধ্যে আগুন থাকায় গবাদি পশুগুলো বের করতে না পারায় তিনটি গরু ও ছয়টি ছাগল পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইএইচ

Link copied!