জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
মার্চ ৩, ২০২৪, ০৬:২৩ পিএম
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
মার্চ ৩, ২০২৪, ০৬:২৩ পিএম
শরীয়তপুরের জাজিরায় জেলের জালে ভেসে উঠেছে জামাল শিকারি (২৬) নামের এক দিনমজুরের লাশ।
রোববার উপজেলার কাজিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের নিচে কীর্তিনাশা নদীতে একদল ভাসমান জেলের জালে লাশটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন স্থানীয়রা।
জামাল শিকারি নড়িয়ার ডগ্রী এলাকার মৃত রতন শিকারির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
জামাল শিকারির ভাই কামাল শিকারি বলেন, আমার ভাই জামাল শিকারির মরদেহ পাওয়া গেছে। তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।
নিহত জামাল শিকারির ভাবী করিমন বেগম আমার সংবাদকে বলেন, গতকাল রাতেও আমার দেবর বাড়িতে এসে ভাত খেয়ে গেছে। আমি রাত নয়টার দিকে শুনেছি তার সাথে কারো মারামারি হয়েছে। আমি সেখানে গিয়ে তাকে খোঁজাখুজি করেও পাইনি। তখন থেকেই জামাল নিখোঁজ ছিলেন। আমার দেবর কেউ মেরে নদীতে ফেলে গেছে। আমি পুলিশের কাছে দাবি করছি এ ঘটনায় দোষীদের খুঁজে শাস্তি দেওয়া হোক।
মাঝিরঘাট নৌপুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, কাজীরহাট এলাকার নদীতে একজনের মরদেহ ভেসে এসেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কেউ যদি অভিযোগ করেন, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ