Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাদুল্লাপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৬:৪২ পিএম


সাদুল্লাপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের জাতীয় মহাসড়কে অভিযান পরিচালনা করে আড়াই কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সুপার গাইবান্ধ  মহোদয়ের নির্দেশনায় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে এসআই  মো. আব্দুল গোফাফার, এএসআই মো. সাহেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ বিকাল সাড়ে চারটার দিকে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সরকার টারী গ্রামের আফজাল হোসেনের পুত্র। 

রংপুর টু ঢাকাগামী জাতীয়  মহাসড়কে  সৈয়দপুর  টু  সিরাজগঞ্জ গামী  সোনার মদিনা পরিবহণ  যাত্রীবাহী বাস যাহার রেজিঃ সিরাজগঞ্জ  মেট্রো ব ১১-০০৪৯  তল্লাশি কালে অভিনব কায়দায় শরীরের  কোমরে পেচানো ও বিশেষ কায়দায়  লুকায়িত২‍‍`৫( আড়াই) কেজি শুকনা গাঁজাসহ একাধিক মাদক মামলা আসামিকে গ্রেপ্তার করে। 

নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমিরুজ্জামান জামান।

এইচআর

Link copied!