Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পেকুয়ায় দুটি অস্ত্রসহ যুবক আটক

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৯:১৯ পিএম


পেকুয়ায় দুটি অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজারের পেকুয়ায় অবৈধ দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজসহ একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজাখালী ইউনিয়নের বামলুপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি এলজি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। আটক ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৩৪)। সে বামলুপাড়া এলাকার রহমত উল্লাহর ছেলে।

র‍্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, জয়নাল নামের এক ব্যক্তিকে দুটি অস্ত্রসহ থানায় সোপর্দ করেছে র‍্যাব। তার বিরুদ্ধে র‍্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা রুজু করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!