Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৪, ১০:৪২ এএম


বাঞ্ছারামপুরে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানার বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আয়াত (৩)। সে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের মামুন সিকদারের ছেলে।

উপজেলার পাড়াতলী গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় রাস্তার পাশে মায়ের সাথে দাঁড়িয়ে ছিল আয়াত। রবিউল নামের এক মোটরসাইকেল আরোহী বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। পরে আয়াতকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করলে রাস্তায় সে মারা যায়।


নিহতের মা ফারজানা আক্তার এনি বলেন, আয়াত আমার সাথে রাস্তার পাশে ছিল। হঠাৎ রবিউল নামের এক মোটরসাইকেল আরোহী বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। আমরা তাৎক্ষণিক আয়াতকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসি। কর্তব্যরত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে রাস্তায় এসে মারা যায়। আমি এর সঠিক বিচার চাই।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন পিপিএম জানান, আমরা শুনেছি আয়াত নামে ৩ বছর বয়সী একটি শিশু বেপরোয়া গতির মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচআর  

Link copied!