Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিখোঁজের ৩ দিন পরে যুবকের লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মার্চ ৪, ২০২৪, ০২:৪৮ পিএম


নিখোঁজের ৩ দিন পরে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম তানভীর বলে শনাক্ত করেছেন তার স্বজনরা। তানভীর ঢাকার ডেমরা থাকতেন। চরমোনাইর মাহফিলে তিনি এসেছিলে। মাহফিলে এসে গত এমভি আঁচল লঞ্চের ২০২নং কেবিনে থাকতেন তানভীর।

গত শুক্রবার ১১টার দিকে তিনি নদীতে গোসল করতে গিয়ে পরে আর ফিরে আসেনি। এ ঘটনায় শনিবার বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানায় তিনি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়।

সোমবার সকালে তার লাশটি কীর্তনখোলা নদীর চরআবদানি এলাকায় নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশের সংবাদ দিলে কোতয়ালী পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ইএইচ

Link copied!