Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মহাদেবপুরে ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৪, ০৩:১৯ পিএম


মহাদেবপুরে ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ও ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবিব ভোদন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. খুরশীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাংবাদিক বরুণ মজুমদার, মো. আজাদুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!