Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ৪, ২০২৪, ০৩:২৮ পিএম


দিনাজপুরে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

অনুমোদন ছাড়া ও অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় দিনাজপুরের নবাবগঞ্জে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার সকালে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা অভিযানে সমন্বয় করেন।

এ সময় এম এস বি, এম ভি বি ও ডাব্ল্ এস বি ইটভাটা তিনটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এর মধ্যে দুই ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি জানান, অবৈধ ইটভাটা বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!