Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৪, ০৪:০৭ পিএম


চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরীর ব্যক্তিগত সহকারী ফরহাদ খান টিপুকে (৩৬) কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ২০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এতে আরও ৮-১০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আহত টিপুর পিতা মো.আবু তালেব বাদী হয়ে রোববার পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, মগনামা বাজার পাড়ার নুর মুহাম্মদ মাদু (৫০), লোকমান হাকিম (৩২), আবু ছালেক (৪৮), নোমান উদ্দিন (৩৯), খোকন প্রকাশ লাইকা (২২), মো.মানিক (২৪), মফিজুর রহমান (২১), তৌহিদ প্রকাশ কালু (২০), মনির (১৯), আবদুল খালেক (৩৫), কায়সার (৩২), জয়নাল আবেদীন (৪২), নুরুচ্ছফি (৩৫), আবদুল মজিদ (৪৫), নেজাম উদ্দিন, বারেক আজিজ (১৯), জামাল উদ্দিন (৪০) ও ফোরকান (৩০)।

মামলার বাদী আবু তালেব বলেন, টিপুর অবস্থা খুবই খারাপ। আমার ছেলেকে খুন করতে চেয়েছিল। ডাক্তার বলছে তার শরীরের তিনটি জায়গায় অপারেশন করাতে হবে। পায়ের অপারেশন হয়েছে। বর্তমানে চমেক হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন টিপু।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ইএইচ

Link copied!