Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

লোহাগড়ায় প্রকল্পের মালামাল চুরির সময় আটক ১

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৪, ০৮:২৪ পিএম


লোহাগড়ায় প্রকল্পের মালামাল চুরির সময় আটক ১

নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকা থেকে রেল লাইন প্রকল্পের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জ্বল শেখ (৪০) নামে একজনকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। আটককৃত উজ্জ্বল শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের বাবু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় রেল প্রকল্পের চোরাইকৃত বিভিন্ন যন্ত্রাংশ একটি ট্রাক বোঝাই করছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল চোরাই মালামাল ও বোঝাইকৃত ট্রাকটিসহ উজ্জ্বল শেখকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, চুরি হওয়া প্রজেক্টের সম্পূর্ণ যন্ত্রাংশ অবৈধভাবে বিক্রি হচ্ছিল। এসব জিনিসপত্র অকশন ছাড়া বিক্রয়ের কোনো সুযোগ নেই। এ রিপোর্ট লেখা পষর্ন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!