Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুরে ট্রাক্টর থেকে পড়ে যুবক নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৪, ০৮:৩১ পিএম


মাধবপুরে ট্রাক্টর থেকে পড়ে যুবক নিহত

হবিগঞ্জের মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে পড়ে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সান্তামুড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধর্মঘর হরষপুর রোডের স-মিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে বালু নিয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে বিজয়নগর যাওয়ার পথে চালকের পাশে বসে থাকা রাসেল মিয়া ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ পরে নিহত রাসেলের বাড়িতে গিয়েছে সুরতহাল করতে।

ইএইচ

Link copied!