Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ৫, ২০২৪, ১২:৩১ পিএম


বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনমালীপুর এলাকার বিননাহরি বিল্লাল মিয়ার বাড়ির সামনে মোটরসাইকেলে যোগে ঢাকায় যাওয়ার পথে চাচা-ভাতিজা নিহত হয়েছে। মঙ্গলবার ( ৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- ময়না ইউনিয়নের হাটখোলা চরের মো. ইমরান (৩১) ও মো. নাঈম (২৮)। তারা আপন চাচা-ভাতিজা।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ঢাকার দিকে যাওয়ার পথে বোয়ালমারী উপজেলার বনমালীপুর এলাকার বিননাহরি বিল্লাল মিয়ার বাড়ির সামনে মাছ ভর্তি একটি পিকআপের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থাকা দুইজন নিহত হয়। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে এসেছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এআরএস 

Link copied!