Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মালয়েশিয়া মসজিদের আদলে প্রবাসী ৪ ভাইয়ের উদ্যোগে যশোরে হচ্ছে দৃষ্টি নন্দন মসজিদ

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়া প্রতিনিধি

মার্চ ৫, ২০২৪, ০৪:২২ পিএম


মালয়েশিয়া মসজিদের আদলে প্রবাসী ৪ ভাইয়ের উদ্যোগে যশোরে হচ্ছে দৃষ্টি নন্দন মসজিদ

এবার মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ৪ ভাই এর উদ্যোগে বাংলাদেশের যশোর ঝিকরগাছায় নির্মাণ হবে আধুনিক সুবিধা সম্বলিত দৃষ্টি নন্দন জামে মসজিদ। এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হবে মালয়েশিয়া সুবাংজায়া রাজ্যে অবস্থিত নান্দনিক সৌন্দর্যমণ্ডিত মসজিদে আল ইরশাদ এর মত করে ডিজাইন অনুসরণ করে। পারসিয়ান সুবাং মেওয়া তে অবস্থিত আল ইরশাদ মসজিদে একসাথে সহস্রাধিক মুসল্লী নামাজ পড়তে পারেন।

মহিলাদের জন্য রয়েছে আলাদাভাবে পর্দার আড়ালে নামাজ পড়ার সুবস্থা। এতে রয়েছে আধুনিক মানের বিশেষ সুবিধা সম্বলিত একাধিক ওযুখানা, গোসল খানা, টয়লেট, বৈঠক খানা, মুসাফির খানাসহ রয়েছে আরো নানা সুবিধা। যশোরে এই মডেল মসজিদ নির্মাণ উপলক্ষে প্রবাসী ব্যবসায়ী ৪ ভাই মো. মইন খান, জাফর খান, রাসেল খান ও রাজু খানের উদ্যোগে সুবাংজায়ায় সকল প্রবাসীদের নিয়ে মতবিনিময় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মসজিদটি পরিষ্কার পরিছন্ন মনোরম পরিবেশে এক কাতারে সম্মিলিত হয়ে মালয়েশিয়ান ও বাংলাদেশিরা ভাবগাম্ভীর্যের সঙ্গে ইবাদত বন্দেগী তে মগ্ন থাকেন।  মালয়েশিয়ার বেশিরভাগ জামে মসজিদ সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। গত বছর এই মসজিদেই  পুলিশ  সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রবাসী বাংলাদেশীরা এক কাতারে সম্মিলিত হয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করা হয়েছে যা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে।

এবিষয়ে  মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. মইন খান বলেন,  মালয়েশিয়ার সুবাংজায়ায় অবস্থিত  আল ইরশাদ মসজিদে মনোরম, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করে আমরা প্রবাসীরা আত্মতৃপ্তি পাই।  এতে আমরা ৪ ভাই  উৎসাহিত হয়ে যশোর ঝিকরগাছায় একটি দৃষ্টি নন্দন মডেল মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে ধর্মপ্রাণ মুসল্লিরা অবাধে নামাজ রোজা সহ ইবাদত বন্দেগী করতে পারে।  

ইনশাআল্লাহ আমরা আসন্ন রমজান মাসে এই মসজিদ নির্মাণের কাজ শুরু করবো, মসজিদ নির্মাণে আমরা প্রাথমিক ব্যয় নির্ধারণ করেছি অর্ধ কোটি টাকা যা পরবর্তী তে এটা বাড়তেও পারে। মইন খান আরো বলেন, আমরা দেশে ও বিদেশে সকলের কাছে দোয়া প্রার্থী যেন দ্বীনের কাজে সফল হতে পারি এবং সকল প্রবাসীদের কাছে আকুল আবেদন তারা যেন নিজ দেশ ও সমাজের কল্যাণে সামর্থ্য অনুযায়ী আত্মনিয়োগ করেন।  

এইচআর

Link copied!