Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রুপগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মার্চ ৫, ২০২৪, ০৫:০২ পিএম


রুপগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রুপগঞ্জে ১০ বছরের শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবান তহুরা ১২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি অনিক চন্দ্র দাস উপস্থিত থাকলেও তিন আসামি পলাতক ছিলেন।

রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জ মঙ্গলখালি এলাকার শাহীন, বলাইনগর এলাকার আলমগীর, বানিয়াদি এলাকার অনিক চন্দ্র দাস ও আশিক চন্দ্র দাস।

রায়ের বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, রুপগঞ্জে ১০ বছরের শিশু জয়ন্ত হত্যা মামলায় আসামীরা দোষী প্রমাণিত হওয়া আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

ইএইচ

Link copied!