Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মার্চ ৫, ২০২৪, ০৬:৫২ পিএম


ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরী পাড়ার মো. মিঠুন ওরফে সাগর (২৭) ও পুখুরিয়া গ্রামের মো. সেবাদুল ইসলাম (৫০)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবি’র এসআই মো. আসগর আলী জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি দল এসআই মো. আসগর আলীর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালায়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ মো. মিঠুন ওরফে সাগর ও মো. সেবাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইএইচ

Link copied!