Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পোরশায় দাখিলের ৬ পরীক্ষার্থী বহিস্কার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

মার্চ ৫, ২০২৪, ১০:০২ পিএম


পোরশায় দাখিলের ৬ পরীক্ষার্থী বহিস্কার

চলতি এসএসসি ও সমমান দাখিল পরীক্ষায় নওগাঁর পোরশা নিতপুর দারুচ্ছুন্না সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৬ জন দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালিন সময় অসদুপায় অবলম্বনের দায়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তাদের বহিস্কার করেন। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলের মাধ্যমে তারা বাহির থেকে উত্তর সংগ্রহ করছিলেন এবং তথ্য আদান-প্রদান কালে হাতেনাতে তাদেরকে  ধরা হয়েছে বলে জানা যায়। তৎক্ষণাৎ তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত পরীক্ষার্থীরা কাতকইল দাখিল মাদ্রাসার একজন, ইসলামপুর দাখিল মাদ্রাসার একজন, গাঙ্গুরিয়া দাখিল মাদ্রাসা একজন, কালুকান্দর দাখিল মাদ্রাসা দুইজন ও বাদকহেন্দা দাখিল মাদ্সার একজন ছাত্র বলে জানা গেছে। সংশ্লিষ্ট কেন্দ্র সচিব  বিষয়টি নিশ্চিত করেছেন।

এআরএস

Link copied!