Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালাইয়ে বীজতলা থেকে লাশ উদ্ধার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

মার্চ ৬, ২০২৪, ১১:০২ এএম


কালাইয়ে বীজতলা থেকে লাশ উদ্ধার

জয়পুরহাটের কালাই উপজেলার গোহারা এলাকা থেকে আ. রহমান (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৬ মার্চ ) সকালে লাশটি উদ্ধার করা হয়।

 কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আ. রহমান জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামের  মৃত. আব্দুল মোতালেবের ছেলে।

ওসি জানান, আ. রহমান  বিভিন্ন শারীরিক অসুস্থ ও এ্যাজমা রোগী ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর  রাতে বাড়ি ফেরেনি। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে গোহারা মাঠের একটি বীজতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় শারীরিক অসুস্থতার কারণে ধানের বীজতলা পড়ে  মারা গেছে।

তিনি আরও জানান, আ. রহমানের লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এআরএস

Link copied!