Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় ইয়াবাসহ গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মার্চ ৬, ২০২৪, ০৪:২১ পিএম


মাটিরাঙ্গায় ইয়াবাসহ গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তারকরেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে  মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য/অবৈধ অস্ত্র/চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি কারাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌর সভার ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামি মো. মকবুল হোসেন (৬০), সৈয়দ রাশেদ(৪০)কে গ্রেপ্তারকরা হয়।

গ্রেপ্তারকৃত আসামি-মো. মকবুল হোসেন (৬০), মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড রসুল পুর এলাকার মৃত জাহের মিয়ার ছেলে। সৈয়দ রাশেদ (৪০) মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড রসুল পুর এলাকার শামসুল হক এর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিকে যথা সময়ে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) বলেন, জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনে খাগড়াছড়ি জেলা পুলিশ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।

এইচআর

Link copied!