নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৪, ০৪:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৪, ০৪:৩০ পিএম
আগুন লাগার পর ৪৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি চট্টগ্রামের এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের গুদামের আগুন। বুধবার (৬ মার্চ) দুপুর ২টার সময়েও ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে।
গত সোমবার বিকেল ৪টায় এস আলম গ্রুপের মালিকানাধীন চিনি কলের গুদামে আগুন লাগে। সেই আগুন নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
এদিকে দীর্ঘ সময় ধরে পোড়া চিনি তরল আকারে বেরিয়ে ছড়িয়ে পড়ছে আশেপাশে। এমনকি পোড়া চিনি বিভিন্ন নদী–নালা বেয়ে মিশছে কর্ণফুলি নদীতে। এতে নদীর ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণী মরে ভেসে উঠছে।
বিশেষজ্ঞরা বলছেন, দূষিত পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় নদীর মাছ মরে যাচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, ওই চিনির কারখানায় আগুন লাগার পর বিকেল ৩টা ৫৫ মিনিটে তারা সংবাদ পায়। এরপর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি, চন্দনপুরা থেকে দুটি, কালুরঘাট থেকে দুটি, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও অনেক ইউনিট যোগ দেয়। আগুন পুরোপুরি নেভাতে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরএস