Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মার্চ ৬, ২০২৪, ০৭:১৮ পিএম


কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন সাকিব আল হাসান

মাগুরায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করলেন এমপি সাকিব আল হাসান। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খড়িচাউল কমিউনিটি ক্লিনিক বুধবার দুপুরে উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।

উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সরকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সিভিল সার্জন শামীম কবির, শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!