Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০১:২৭ পিএম


পূবাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় মেট্রোকম সিমেন্ট কোম্পানির এক কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মীরের বাজার এলাকার পূবাইল সেন্ট্রাল কলেজের সাইন বোর্ডের পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন বড়ুয়া (২৯), চট্রগ্রাম জেলা পটিয়া থানার ভান্ডারগাও গ্রামের ননী বড়ুয়ার ছেলে। তিনি মেঘনা সিমেন্ট কোম্পানির কালীগঞ্জ টু টঙ্গী এরিয়ায় চাকরি করতেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে তবে কাভার্ডভ্যান চালক পালিয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচআর

Link copied!