Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

ওমরাহ পালন করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০২:৫৫ পিএম


ওমরাহ পালন করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াইক্যং মাদরাসার পরিচালক মাওলানা মঈন উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে সৌদি আরবে দাফন করা হয়েছে। নিহত মাঈন উদ্দিন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মরহুম শেখ আহমদ মুন্সির ছেলে।

সে হ্নীলা ফুলের ডেইল এলাকার আহমদিয়া দারুল কোরআন হেফজখানা ও নুরানী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং হোয়াইক্যং মনিরঘোনা আজিজুল উলুম মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান- পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত মাসের ১৪ ফেব্রুয়ারি সৌদি আরব গমন করেন এবং গত ৬ মার্চ ভোররাত দেড়টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে নিহত হাফেজ মাওলানা মঈন উদ্দিনসহ ৭ জনের ১টি বহর আলাইন এলাকায় পৌঁছালে দুঘর্টনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে হাফেজ মঈন উদ্দিনসহ ৩ জন নিহত হন এবং আরও ৪ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইএইচ 

Link copied!