Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালকিনিতে গৃহবধূর লাশ উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০৩:০১ পিএম


কালকিনিতে গৃহবধূর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে নাসিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ইচাগুড়া গ্রামে নিহতের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইউসুফ সর্দার পলাতক রয়েছে।

নিহতের ভাই দিদার বয়াতি জানান, বিয়ের পর থেকেই নাসিমার স্বামী ইউসুফ সর্দার তার ওপর নির্যাতন করে আসছিল। এরই প্রেক্ষিতে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার সঠিক বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ বিছানায় দেখতে পাই। এ সময় নাসিমার স্বামী ইউসুফ বাড়িতে ছিলেন না। ইতিপূর্বে তাদের মধ্যে বেশ কয়েকবার পারিবারিক কলহ হলে আমি তা মিটিয়ে দেই। এরপরও আজকের এই ঘটনা দুঃখজনক।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!