Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রবাসী স্বামীর নির্দেশনায় স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ৪

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০৪:২৪ পিএম


প্রবাসী স্বামীর নির্দেশনায় স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ৪

রাজবাড়ীর পাংশায় প্রবাসী স্বামীর নির্দেশনায় স্ত্রীকে হত্যার ঘটনায় একটি বন্দুকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তুষার বিশ্বাস (৪২), হারেজ আলী মন্ডল (৩৮), তুহিন মন্ডল (২০), মো. হারুন অর রশিদ ওরফে সুজন (২৪)।

বুধবার রাতে পাংশা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি রাতে পাংশার পাট্রা ইউনিয়নের বাসিন্দা রোজিনা ওরফে আরজিনাকে তার বসতবাড়ি থেকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বাড়ির দক্ষিণপাশে উসমান মোল্লার বাশবাগানে এনে গলায় ওড়না দিয়ে ফাঁস ও মাথায় আঘাত করে হত্যা করা হয়।

এ ঘটনার পর পাংশা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, এ ব্যাপারে পাংশা থানায় পৃথক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!