Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাউফলে উপ-নির্বাচনকে কেন্দ্র করে ভাঙচুর-অগ্নিসংযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০৫:৩০ পিএম


বাউফলে উপ-নির্বাচনকে কেন্দ্র করে ভাঙচুর-অগ্নিসংযোগ

আরমাত্র একদিন পরেই বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটছে।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেক মিয়ার বাড়ির সামনে দুটি দোকান ভাঙচুর ও ৬টি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনার জন্য চেয়ারম্যান প্রার্থী মো. মালেক মিয়া প্রতিপক্ষ অটো গাড়ি মার্কার চেয়ারম্যান প্রার্থী এনামুল হক অপুর সমর্থকদের দায়ী করেছেন। অপরদিকে আগের দিন মল্লিকডুবা গ্রামে অটো গাড়ি মার্কার প্রার্থী এনামুল হক অপুর সমর্থিত দুই কর্মীর দুটি ব্যবসা প্রতিষ্ঠিান, একটি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এনামুল হক অপু এ ঘটনার জন্য ঘোড়া মার্কার কর্মী সমর্থকদের দায়ী করেছেন।

এ ঘটনায় দুই প্রার্থী নির্বাচন কমিশনসহ বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ হামলা ও পাল্টা হামলার কারণে ওই ইউনিয়নের সাধারণ ভোটাররা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, যে কোন মূল্যে ওই ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!