Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাউজানে আগুনে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০৫:৪১ পিএম


রাউজানে আগুনে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান

চট্টগ্রামের রাউজান উপজেলায় রমজান আলী হাটে আগুনে পুড়েছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ দুর্বৃত্তরা আগুন দিয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাউজান ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, শ্যামা মিষ্টি বিতানের মালিক মিলন নাথ, মুদি দোকানের মালিক এযাবৎ উল্লাহ, মনির হোসেন, পিন্টু ভট্টাচার্য্য, সমীরণ ভট্টাচার্য্য, শাহ আলম, বাবু।

এ ব্যাপারে রাউজান থানার ওসি জহিদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাউজান থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিযোগ করলে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিকাল ৪টার সময়ে পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।

ইএইচ

Link copied!