Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

তেঁতুলিয়ায় শিশু কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০৫:৫২ পিএম


তেঁতুলিয়ায় শিশু কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধায় পাগলীডাঙ্গী মডেল উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ ও পথশিশু কল্যাণ ট্রাস্টের আয়োজনে স্কুলে শিক্ষার্থী ঝরে পড়া রোধে, এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলমুখী করতে অভিভাবক, স্কুলের কমিটি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্কুলের মাঠে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন, পথশিশু কল্যাণ ট্রাস্টের পঞ্চগড় জেলা সমন্বয়কারী হারুন আর রশিদ, উপজেলা সমন্বয়কারী মো. রশিদ, আটোয়ারী সমন্বয়কারী কামরুজ্জামান কাবুল, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবেদুল হক, শিক্ষক হুমায়ুন কবির, আনজুমান আরাসহ অভিভাবকরা।

পথশিশু কল্যাণ ট্রাস্টের পঞ্চগড় জেলা সমন্বয়কারী হারুন আর রশিদ বলেন, পথশিশু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। একই সাথে দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে।

ইএইচ

Link copied!