Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় তিন দিনব্যাপী বইমেলা

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মার্চ ৭, ২০২৪, ০৬:০৩ পিএম


মাগুরায় তিন দিনব্যাপী বইমেলা

‘একুশের রক্তে রাঙা পথ বেয়ে স্বাধীনতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।

বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

বইমেলার সভাপতিত্ব করেন মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান। বই মেলাটি আয়োজন করেন, স্বাধীনতা বইমেলা বাস্তবায়ন কমিটি মাগুরা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে গার্ড অফ আনার প্রদান করা হয় সাকিব আল হাসানকে। এরপর জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন এবং ফিতা কেটে বইমেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সংসদ সদস্য সাকিব আল হাসান ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু।

বই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঙ্কজ কুমার কুন্ডু সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ মাগুরা, মেয়র খুরশিদ হায়দার টুটুল যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, খন্দকার মাশরুর রেজা কুটিল চেয়ারম্যান সাকিব আল হাসান ফাউন্ডেশন মাগুরা, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সৈয়দ ইমাম বাকের, রাব্বি আমিন সোয়ান।

ইএইচ

Link copied!